‘ধনেশ্বর রায়’ আর ফিরিয়া আসিবে না

ক্ষীরোদা রায়: না আর ফিরিয়া আসিবেন না ভাওয়াইয়া শিল্পী আরহ গীতিকার ধনেশ্বর রায়। বঙ্গরত্ন ধনেশ্বর রায়। ফালাকাটা থাকা শিলিগুড়ি নিয়া যাবার ঘাটাত ভাওয়াইয়া জগতের আর এক নক্ষত্র খসি পড়িল। আব্বাস উদ্দীন, প্রতিমা বড়ুয়ার পর যে মানষিটা ভাওয়াইয়ার আগিলা রুপ, রস শিপাত বান্ধি ধরি আছিলো সেই কামতারত্ন ধনেশ্বর রায় আর ফিরি আসিবেনা। মৃত্যু নিয়া গেইল নব্বই এর বগলত পহুছি যাওয়া চিরসবুজ মানষিটাক। জটেশ্বরের আলিনগরের বাড়িটাত দোতরা, হারমোনিয়ামের সেই মনভোলা সুর ভাসি আর উঠিবেনা। জ্যাঠো ধনেশ্বর রায় বা ঠাকুরদা ধনেশ্বর রায় কবার সৌগ মানষির বুক ডুকুরি উঠেছে, সগায় প্রার্থনা করিসে উমুরা যেন বাঁচি উঠে। একে বয়সজনিত রোগ, তার উপুরা আছিল‌ ‘হার্টের সমস্যা; বাড়িত দুইদিন ধরি কাহিল হয়া পড়ি নাওয়া খাওয়া ছাড়ি দেয়। বিতা দুপুরা খন ভর্তি করা হয় ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল’ত। ওটে থাকি রাইতের ক্ষণ শিলিগুড়ি নিয়া যাবার ধরিসে উমার বেটা সুশীল রায়। কিন্তু শেষ রক্ষা হৈল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *