ধর্মঘট সফল করতে মিছিল
নিউজ ডেস্ক,শিলিগুড়ি: আগামী ২৮ ও ২৯শে মার্চ সারা ভারত ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ডাকা সাধারণ ধর্মঘটকে সফল করতে শিলিগুড়িতে সমস্ত বাম সংগঠন ও কংগ্রেস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শনিবার শিলিগুড়ি বাঘা যতীন ময়দানের সামনে থেকে ধর্মঘটকে সফল করতে এক মিছিল বের করে। এদিন এই মিছিল বাঘা যতীন ময়দানের সামনে থেকে শুরু হয়ে হাসমি চক হয়ে মহাত্মাগান্ধী চকে গিয়ে শেষ হয়, মিছিলের নেতৃত্ব করেন সমন পাঠক ও অভিজিৎ মজুমদারের মত বাম নেতারা ও তাদের সাথে পায়ে পা মেলায় শ্রমিক সংগঠনের একাধিক শ্রমিক নেতা, কর্মী ও সমর্থকেরা।