ধর্ষিত বৃদ্ধার পরিবারকে আক্রমণের অভিযোগ নাবালক ধর্ষকের পরিবারের বিরুদ্ধে
বিনয় নার্জিনারী, কালচিনি: ১৭ বছরের নাবালক নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণ করে ৭০ বর্ষীয় বৃদ্ধাকে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর অভিযুক্তের পরিবারের সদস্যরা নির্যাতিতা বৃদ্ধার পরিবারের উপর আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে নির্যাতিতার পরিবারকে ভয় দেখানোর। গত ৪ জুলাই নেশাগ্রস্ত অবস্থায় এক সত্তর বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ জমা পড়ে কালচিনি থানায়। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল রাতে অভিযুক্তের পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে নির্যাতিতার পরিবারকে আক্রমণ করে বলে কালচিনি থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিকে নিন্দনীয় এই ঘটনার প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কালচিনি থানায় বিক্ষোভ দেখায়।