ধূপগুড়িকে মহকুমা ঘোষণার জোরদার দাবিতে পড়ল পোস্টার

সুব্রত রায়, ধূপগুড়ি: ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। রবিবার সকাল থেকে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের পক্ষ থেকে ধূপগুড়ি জুড়ে মহকুমার দাবিতে পোস্টার, ব্যানার লাগানো শুরু হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, ধূপগুড়িকে অবিলম্বে মহকুমা ঘোষণা করতে হবে।

উল্লেখ্য প্রায় ১০ বছর ধরে রাজ্যের অন্যতম বৃহত্তম ব্লক ধূপগুড়িকে মহকুমা ঘোষণার দাবি উঠছে। বিগত প্রায় পাঁচ বছর থেকে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন দলের নেতা মন্ত্রীদের হাতে মহকুমার দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। এমনকি ২০১২ সালে তৎকালীন ধূপগুড়ির বিধায়ক মমতা রায় বিধানসভায় মহকুমার প্রস্তাবটি উত্থাপন করেন। কিন্তু তারপরেও ধূপগুড়ি মহকুমা হয়নি। সম্প্রতি ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়ের মাধ্যমে মূখ্যমন্ত্রীকেও মহকুমার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। অন্যদিকে বিধানসভা ভোট সামনে চলে আসায় তৃণমূল, বিজেপি সহ রাজনৈতিক দলগুলি এটাকে ইস্যু করে প্রচারে নামতে চলেছে।
১৬ টি গ্ৰাম পঞ্চায়েত, ৯৮ টি গ্ৰাম, ১০৩ টি মৌজা, ২ টি থানা, ২২ টি চা বাগান নিয়ে গঠিত ধূপগুড়ি ব্লক। ২০১১ সালের জনগণনা অনুযায়ী ধূপগুড়ি ব্লকের জনসংখ্যা চার লাখের অধিক। তাই মহকুমা গঠনের দাবি যুক্তি সংগত বলে মনে করছেন অনেকেই।
এদিকে ইতিমধ্যেই ধূপগুড়ি ব্লককে ভেঙ্গে বানারহাট ব্লক গঠনের তোড়জোড় শুরু হওয়ার ফলে মহকুমা গঠনের দাবি আরও জোরালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *