ধূপগুড়িতে খেলা জমছে, নির্দল প্রার্থী হচ্ছেন অধ্যাপক নির্মল চন্দ্র রায়, চিন্তার ভাজ তৃণমূল-বিজেপিতে

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়িতে খেলা হবে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতারা যৌথ উদ্যোগে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিল ধূপগুড়ি বিধানসভায়। প্রার্থী করা হয় ধূপগুড়ি গার্লস কলেজের ইতিহাসের অধ্যাপক ডঃ নির্মল চন্দ্র রায়কে। উল্লেখ্য, তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন।অধ্যাপক ডঃ নির্মল চন্দ্র রায় বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন বলে ধূপগুড়িতে গুঞ্জন উঠে। তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করা হবে এমন সম্ভাবনার কথাও ভেসে ওঠে। এমনকি তাঁকে পিকের টিম থেকে জানানো হয় যে, তিনি যাতে জনসংযোগ তৈরি করেন। বেশ কিছু দিন আগে ডঃ নির্মল চন্দ্র রায়ের তৃনমূল ও বিজেপির অনুগামীরা দাবি তোলেন তৃনমূল এবং বিজেপি যেকোন একটি দলের প্রার্থী করার। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় ডঃ নির্মল চন্দ্র রায়কে কোন দল থেকেই প্রার্থী করা হয়নি। এদিকে প্রার্থী তালিকা প্রকাশের পর তৃনমূল এবং বিজেপির প্রার্থী পছন্দ না হওযায় তৃনমূল এবং বিজেপির বিক্ষুব্ধ নেতা সহ ধূপগুড়ির অরাজনৈতিক ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়েছেন নির্মল বাবুকে নির্দল হিসাবে দাঁড় করানো হবে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পূর্বে ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অপরদিকে, যুবকদের দাবি ছিল বিজেপিতে যুবক নেতাকে বিধায়ক পদে প্রার্থী করার। যুবকদের দাবি পূরণ না হওয়ায় নির্দল প্রার্থী দাঁড় করানোর দাবি ওঠে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির ভিতরে প্রার্থী নিয়ে যে ক্ষোভ দেখা দেয় তার ফলশ্রুতিতে নির্মল বাবু নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবেন বলে খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর ফলে তৃনমূল এবং বিজেপির ব্যাপক সংখ্যাক ভোট কাটতে পারে নির্দল প্রার্থী। তাছাড়া, ধূপগুড়ির নিরপেক্ষ মানুষরা ডঃ নির্মল চন্দ্র রায়কে ভোট দিতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই ডঃ নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের মত। সূত্রের খবর, নির্মল চন্দ্র রায়কে পিছন থেকে অক্সিজেন জোগাছে অরাজনৈতিক বেশ কয়েকজন যুব নেতা। প্রসঙ্গত উল্লেখ্য, ডঃ নির্মল চন্দ্র রায়ের আগাগোড়া ধূপগুড়ির স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসেবে পরিচিত রয়েছে। বেশ কয়েকদিন আগে তিনি উত্তরাখন্ড দল নিয়ে একটি বই লেখেন। আগে তৃনমূল কংগ্রেসের নেতা হলেও বর্তমানে রাজবংশী যুব মঞ্চের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে যুক্ত হন। এর ফলে রাজবংশী ভোট কোনদিকে যাবে সে বিষয়ে চিন্তায় ভাঁজ পড়েছে তৃনমূল বিজেপির। এইদিন সন্ধ্যায় ধূপগুড়িতে নিজস্ব বাসভবনে নির্মল বাবু সাংবাদিক সম্মেলন করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে আমরা নির্দল হয়ে লড়ব। ধূপগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সম্পাদক তথা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতা মহাদেব রায় বলেন, আমরা স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে জনপ্রতিনিধি চাই। অধ্যাপক ডঃ নির্মল চন্দ্র রায় একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ রুপেই পরিচিত। আমরা তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *