ধূপগুড়িতে তৃণমূলের অঞ্চল কমিটি গঠন করা হলো, ঘোষণা করা হলো ব্লক কমিটির সদস্যদের নাম
সুব্রত রায়, ধূপগুড়ি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার সন্ধ্যায় ধূপগুড়ি গ্রামীণ তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হল। এদিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল রঞ্জন সরকার ব্লক কমিটি সদস্যদের নাম ঘোষণা করেন। তিন জন সহ-সভাপতি ও তিনজন সহ-সম্পাদক সহ মোট ২৫ জনকে নিয়ে ব্লক কমিটি গঠন করা হয়েছে। তবে আগামী দিনে ব্লক কমিটিতে আরো নাম সংযোজন হতে পারে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও এদিন নয়টি অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করা হয়। বেশিরভাগ অঞ্চল বাদে দুই একটি অঞ্চলের সভাপতি পদে নতুন মুখ নিয়ে আসা হয়েছে। অঞ্চলের সভাপতিগণ হলেন ঝাড়আলতা ১ হরিচরণ রায়, ঝাড়আলতা ২ বিরেন রায়, মাগুরমারি ১ জয়দেব ঘোষ, মাগুরমারি ২ তপন সরকার, গধেয়ারকুঠি তক্ষমোহন রায়, বাড়ঘড়িয়া পূর্ণ চন্দ্র সরকার, সাকোয়াঝোড়া ২ প্রদীপ দত্ত, গাদং ১ এক্রামূল হক ও গাদং ২ সুকুমার রায় । উল্লেখ্য তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি পদে কৃষাণ কল্যানী আসার পর থেকেই ভেঙ্গে ফেলা হয় জেলা কমিটি। ধূপগুড়িতে এরপর আহ্বায়ক হন জেলা পরিষদের সদস্য ধজেন্দ্র নাথ রায়। এরপর ধূপগুড়ি সাংগঠনিক ব্লককে দুইভাগে ভাগ করা হয়। ধূপগুড়ি ১ এর সভাপতি হন দিনেশ মজুমদার ও ধূপগুড়ি ২ এর সভাপতি হন ধজেন্দ্র নাথ রায়। এরপর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিছুদিন আগেই ধূপগুড়ি গ্ৰামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন ধজেন্দ্র নাথ রায়। সম্প্রতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গ সফরে এসে জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর পুনরায় কমল রঞ্জন সরকারকে সভাপতি হিসাবে ঘোষণা করা হয়। এদিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য সহ অনেকে।