ধূপগুড়িতে সাফাই কর্মীদের সংবর্ধনা
নিজ খবরিয়া,ধূপগুড়ি: ধূপগুড়ি সেবাভারতী ও শ্মশান কমিটির উদ্যোগে রবিবার ধূপগুড়ির সাফাইকর্মীদের ফুলের তোড়া ও হরলিক্স দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। কোভিড ১৯ এর সংক্রমনের মধ্যেও যেভাবে তারা অনবরত পরিসেবা দিয়ে চলেছেন তাকে সম্মান জানিয়ে আজ তাদের সম্বর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবাভারতী ধূপগুড়ির পক্ষ থেকে গোপীনাথ বসাক, সুকান্ত শীল এবং শ্মশান কমিটির পক্ষে স্বপন মল্লিক, অজিত সরকার সহ আরো অনেকে। সাফাইকর্মীদের পক্ষ থেকে সোনা বাসফোর বলেন যে, এই অনুষ্ঠানে সন্মান পেয়ে তারা আরো উৎসাহের সাথে কাজ করবেন।