ধূপগুড়িতে হাসপাতাল থেকে উদ্ধার সাপ
সুব্রত রায়, ধূপগুড়ি: এবার সাপের আতঙ্ক ছড়ালো ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। শনিবার হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি গাছের মধ্যে প্রায় সাড়ে চার ফুট লম্বা একটি সাপকে দেখতে পান হাসপাতালের রোগীর ও তার আত্মীয়রা। দেখা মাত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্বাস্থ্যকর্মী থেকে রোগীদের মধ্যে। এরপরে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের কিন্তু তাদের আসতে সময় লাগে তাই খবর দেওয়া হয় ধুপগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্য দের। খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা হাসপাতালে সাপটিকে গাছ থেকে নামানো হয়। সাপটি উদ্ধারের পর হাসপাতালে রোগী ও তাদের আত্মীয় এবং স্বাস্থ্যকর্মীরা আতংক মুক্ত হন। পরিবেশ প্রেমীরা জানান সাপটি নির্বিষ যাকে বলা হয় দাঁড়াশ। সাপটি হাসপাতাল থেকে উদ্ধারের পর সংরক্ষিত জায়গায় একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য যে গত ৩১শে মে ধূপগুড়ির গধেয়ারকুটি তে একটি অজগর লোকালয়ে চলে আসে অপরদিকে সেদিনই ধূপগুড়ি শহরের একটি দোকান থেকে উদ্ধার করা হয় একটি বিষধর সাপ ।এরপর গতকাল ও বারঘড়িয়া থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়