ধূপগুড়ির গাদংয়ে বঙ্গধ্বনির প্রচার বিধায়ক মিতালীর
সুব্রত রায়, ধূপগুড়ি: বিধানসভা ভোটের দামামা বেজে গেছে বলা যেতেই পারে। তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে সরকারিভাবে ঘোষণা করেছেন “দুয়ারে সরকার” প্রকল্প। পাশাপাশি দলীয়ভাবে বঙ্গধ্বনি যাত্রার সূচনা হয়েছে গতকাল থেকে। সারারজ্যে গতকাল থেকে বঙ্গধ্বনি যাত্রায় নেমে পড়েছেন তৃণমূল বিধায়ক, সাংসদ থেকে নেতারা। দশ বছর ক্ষমতায় থাকার পর মানুষের জন্য যে প্রকল্পগুলি যেমন কন্যাশ্রী,রূপশ্রী, মানবিক, জয় বাংলা, সবুজ সাথী সহ যে প্রকল্পগুলি রুপায়ন করা হয়েছে। তা প্রচারে আলোয় নিয়ে আসার জন্যই এই বঙ্গধ্বনি যাত্রার সূচনা করা হয়েছে। তাই বঙ্গধ্বনির প্রচারে নেমে পড়েছেন ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়। শনিবার সকাল থেকে সারাদিন ধূপগুড়ি ব্লকের গাদং ১ ও গাদং ২ গ্ৰাম পঞ্চায়েত এলাকায় সরকারের দশ বছরের কাজের খতিয়ান তুলে ধরে প্রচার চালান তিনি। গাদং ১ গ্ৰাম পঞ্চায়েতের কথাপাড়া, ডাঙ্গাপাড়া ও গাদং ২ গ্ৰাম পঞ্চায়েতের ঝাড়শালবাড়ি, বাইসচালা, শালবাড়ি সহ বিভিন্ন এলাকায় বঙ্গধ্বনির প্রচারে যান তিনি। কখনো আলুক্ষেতে, কখনোবা চায়ের দোকানে, কখনো বা মানুষের বাড়িতে গিয়ে প্রচার চালান তিনি ।এদিন তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাপতি তথা বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ নুরজাহান বেগম, গাদং ১ গ্ৰাম পঞ্চায়েত প্রধান প্রধান নির্মল রায়, গাদং ২ গ্ৰাম পঞ্চায়েত প্রধান সুশীল কুমার রায় সহ স্থানীয় তৃণমূল নেতারা ।