ধূপগুড়ির গাদংয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে প্রবেশ পাঁচ পরিবারের
সুব্রত রায়, ধূপগুড়ি: বিধায়ককে কাছে পেয়ে বিজেপি থেকে তৃণমূলে প্রবেশ করলেন ধূপগুড়ি ব্লকের গাদং ২ নং অঞ্চলের বাইশচালা এলাকার পাঁচটি পরিবার। মোট পনের জন বিজেপি ছেড়ে তৃণমূলে ঢুকেছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, রতন সরকার নামে এক স্কুল শিক্ষকের পরিবার আগে থেকেই তৃণমূলে যোগ দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ তার বাড়িতে ধূপগুড়ির বিধায়ক মিতালী রায় উপস্থিত হয়ে বিধায়ককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ঐ বুথের আরো চারটি পরিবার বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিধায়ক মিতালী রায় বলেন, রতন সরকার দীর্ঘদিন ধরে দলে ঢুকবেন বলছিলেন, আজ তার বাড়িতে গেলে সেখানে আমাকে দেখার পর সেই গ্রামের মানুষ আবেগে আপ্লুত হয়, সেই আবেগে রতন সরকারের পরিবারের সাথে আরো চারটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে প্রবেশ করে।”