ধূপগুড়ি বাজারের অগ্নিকাণ্ড নিয়ে দমকল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মিতালীর

সুব্রত রায়, ধূপগুড়ি: ধূপগুড়ি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এবার দমকল মন্ত্রীর সঙ্গে দেখা করলেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়। বুধবার সুজিত বোস এর সঙ্গে তিনি দেখা করেন এবং একাধিক দাবিপত্র তুলে দেন তার হাতে। সেখানে ধূপগুড়ির ভয়াবহ অগ্নিকান্ডের বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরেন তিনি।অগ্নিকাণ্ডের ফলে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে সে বিষয়টিও তাকে বিস্তারিত জানান বিধায়ক।এছাড়াও ব্যবসায়ীরা নিঃশর্ত ফায়ার লাইসেন্স প্রদানের যে দাবি করেছে সেই বিষয়টি তার নজরে আনেন।বিধায়কের কাছ থেকে সমস্তটা শোনার সাথে সাথে দমকলমন্ত্রী জলপাইগুড়ি জেলাশাসককে ফোন করেন এবং গোটা ঘটনা বিস্তারিত আকারে জানতে চান ।এমনকি দমকল বিভাগের আধিকারিকদের সাথে ও তিনি ফোনে কথা বলেন এবং কি ধরনের ক্ষতি হয়েছে, কতগুলি দমকলের ইঞ্জিন গিয়েছিল, তার যাবতীয় তথ্য জানতে চান। অগ্নিকান্ডের বিষয়টি খতিয়ে দেখার জন্য মন্ত্রীকে ধূপগুড়ি আসার জন্য অনুরোধ করেন বিধায়ক। এমনকি ইন্সুরেন্সের বিষয়টি নিয়েও আলোচনা করেন তিনি । ধূপগুড়ির দমকল কেন্দ্রকে যাতে অত্যাধুনিক করা হয় সেই বিষয়টিও তুলে ধরেন মিতালি রায়। মন্ত্রী জানুয়ারি মাসের ৩ তারিখ পর্যন্ত বাইরে থাকবেন বলে তিনি আসতে পারছেন না বলে জানান বিধায়ককে। এমনকি তার পরে সময় হলে তিনি ধূপগুড়ি আসবেন বলে আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *