ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত হলেন ধূপগুড়ি গার্লস কলেজের ইতিহাসের অধ্যাপক, গবেষক ও লেখক ডঃ নির্মল চন্দ্র রায়
ধূপগুড়ি গার্লস কলেজের ইতিহাসের অধ্যাপক, গবেষক ও লেখক ডঃ নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত হলেন। রবিবার সন্ধ্যায় তার নাম ঘোষণা হতেই ধূপগুড়িতে তার বাড়িতে অভিনন্দন জানাতে ছুটে আসেন দলের নেতাকর্মীরা। অধ্যাপক নির্মল চন্দ্র রায় রাজবংশী জাতির একজন মুখ। দলের প্রার্থীপদে বেশ কয়েকজনের নাম ছিল। এর মধ্যে দল একজন বিশিষ্ট শিক্ষাবিদের নাম ঘোষণা করতেই বিভিন্ন মহলে খুশির মহল ছড়িয়ে পড়ে। অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমুর্তি রয়েছে তার, রাজবংশী কামতাপুরী সমাজে জনপ্রিয়তা রয়েছে তার। উত্তরখন্ড আন্দোলনের উপর গবেষণা এবং গ্রন্থ প্রকাশ করেছেন তিনি।