ধূপগুড়ি মাইক সাপ্লাই অনার্স এসোসিয়েশনের ১৪ তম বাৎসরিক সম্মেলন

সুব্রত রায়, ধূপগুড়ি :

করোনা আবহে প্রায় দুই বছর ধরে সেরকম কোন অনুষ্ঠান নেই। যারফলে ব্যাবসায়ীক সমস্যায় পড়েছেন মাইক ব্যবসায়ীরা। এমনকি অনেক সময় অনুষ্ঠান সেরে রাতে ফেরার পথে রাস্তায় পুলিশি হয়রানীর শিকার হতে হয় মাইক ব্যবসায়ীদের। এই সমস্ত সমস্যার মধ্য দিয়েই রবিবার ধূপগুড়ি মাইক সাপ্লাই অনার্স এসোসিয়েশনের ১৪ তম বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। ধূপগুড়ি কমিউনিটি হলে এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন বিধায়ক মিতালি রায় ও ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা।

এবিষয়ে ধূপগুড়ি মাইক সাপ্লায়ার্স অনার্স এসোসিয়েশনের সহ সম্পাদক জয় সরকার বলেন,”আমরা চাই সরকারি যা বিধিনিষেধ রয়েছে তা কিছুটা শিথিল করা হোক। পুলিশের পক্ষ থেকে একটি মেশিন ব্যবহার করার কথা বলা হয়েছে যার অনেক দাম। প্রয়োজনে সেই মেশিন দিয়ে সরকার আমাদের সহযোগিতা করুক। তাছাড়া বর্তমান করোনা আবহে আমাদের সেরকম ব্যবসা নেই আমরা চাই সরকার আমাদের সাহায্য করুক।”

তিনি আরো বলেন, এছাড়াও অনেক সময় রাত করে ফেরার পথে রাস্তায় পুলিশি অভিযানে বাধার মুখে পড়তে হয়। সেই ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা চাই যেমন সব কিছু খুলে দেওয়া হয়েছে, ঠিক তেমন মাইক ব্যবহারের ক্ষেত্রেও অনুমতি দেওয়া হোক। তাতে আমরা অন্তত ব্যবসা করে চলতে পারি।
এদিনের সম্মেলনে সংগঠনের ১০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *