ধূপগুড়ি সুরেশ দে স্মৃতি মার্কেটের কাজ দ্রুত শেষ করার নির্দেশ মূখ্যমন্ত্রীর

সুব্রত রায়,ধূপগুড়ি : মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরকন্যায় মূখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ধূপগুড়ি সুরেশ দে স্মৃতি মার্কেটের কাজের বিষয়টি বিধায়ক মিতালি রায় মূখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। এদিন প্রশাসনিক বৈঠকে জেলা পরিষদের কাজকর্ম সম্পর্কে জানতে চান মূখ্যমন্ত্রী।জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি সমস্ত কাজ ভালোমতো হচ্ছে বলেই সাফাই দেন। কিন্তু কিছুক্ষণ পরেই মূখ্যমন্ত্রী ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়ের কাছে জানতে চান তার বিধানসভা কেন্দ্রের সম্পর্কে এবং তখনই ধূপগুড়ির বিধায়ক মিতালি রায় সুরেশ দে স্মৃতি মার্কেটের কাজ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি এবং ব্যবসায়ীদের সমস্যার কথাটি তুলে ধরেন। এমনকি তিনি মূখ্যমন্ত্রীকে জানান তিন জন ব্যবসায়ী আত্মহত্যা করেছেন এই কারনেই।

বিধায়কের কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্রই জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনের কাছে জানতে চান কেন দেরি হচ্ছে কাজ শেষ হতে।

মার্কেট প্রসঙ্গে জেলাশাসক মূখ্যমন্ত্রীকে বোঝাতে গেলে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দেন মূখ্যমন্ত্রী। তার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। ডিসেম্বর মাসের মধ্যেই সুরেশ দে স্মৃতি মার্কেটের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন মূখ্যমন্ত্রী এবং বলেন প্রয়োজনে নিজেদের মাথায় ইট বহন করে কাজ শেষ করতে হবে।

ধূপগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবাশীষ দত্ত বিধায়ক ও মূখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সুরেশ দে স্মৃতি মার্কেটের কাজ সম্পন্ন না হওয়ায় বেশ কয়েক বছর ধরেই ব্যবসায়ীরা চরম সমস্যার মধ্যে রয়েছেন। বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। আজ বিধায়ক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন এবং মূখ্যমন্ত্রী জেলা পরিষদের সভাধিপতিকে ধমক দিয়েছেন এবং ডিসেম্বর মাসের মধ্যে কাজ সম্পন্ন করার কথা বলেছেন। মূখ্যমন্ত্রী হস্তক্ষেপ করায় আমরা খুশি এবং আশাবাদী দ্রুত কাজ সম্পন্ন হবে ।”
উল্লেখ্য সুরেশ দে স্মৃতি মার্কেটের অবস্থা বেহাল হওয়ার জন্য নতুন করে বিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। তারপর ২০১৮ সালের মার্চ মাসে মার্কেটের কাজ শুরু করা হয়। মার্কেট নির্মাণের কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ৫০০ দিন। কিন্তু ১০০০ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি মার্কেটের কাজ। ইতিমধ্যে ব্যবসায়ীরা জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক এর কাছে স্মারকলিপি দিয়েছেন । কিন্তু তারপরও বাড়েনি কাজের গতি। তাই গতকাল সোমবার সকালে স্থানীয় বিধায়ক মিতালি রায়ের হাতে মার্কেটের কাজ দ্রুত নির্মাণের জন্য স্মারকলিপি তুলে দেন সুরেশ দে স্মৃতি মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা। গতকাল ধূপগুড়ির বিধায়ক বিষয়টি মূখ্যমন্ত্রীকে জানাবেন বলেছিলেন।
এরপর এদিকের প্রশাসনিক সভায় বিধায়ক মিতালি রায় বিষয়টি মূখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *