নগেন্দ্রনাথ রায় রাজবংশী রামায়ণ আর ভাগবত তুলি দিল রাজবংশী ভাষা একাডেমিত
ডেস্ক রিপোর্ট: লেখাইয়া নগেন্দ্রনাথ রায় রাজবংশী ভাষা একাডেমিত তুলি দিল রাজবংশী রামায়ণ আর ভাগবত। বয়সের ভারে চলাফেরার শক্তি প্রায় কমি গেইসে রাজবংশী লেখাইয়া নগেন্দ্রনাথ রায়ের। এইদিন শিলিগুড়িত রাজবংশী সমাজের ডাঙর মানষিলার উপস্থিতিত নিজের হাতে অনুবাদ করা মহাকাব্য রাজবংশী ভাষা একাডেমিত তুলি দিলেন নগেন্দ্রনাথ বাবু। রাজবংশী ভাষা একাডেমির গড়েয়া বংশীবদন বর্মন, রাজবংশী কালচারাল ডেভেলপমেন্ট বোর্ডের ঢোকা গড়েয়া গিরিজা শংকর রায়, রাজবংশী ভাষা একাডেমির সদস্য অধ্যাপক ডঃ দীপক রায়, প্রমোদ বর্মা এইদিন হাজির আছিল। রাজবংশী সমাজ সংস্কৃতিত রামায়ণ আর ভাগবতের প্রভাব আছে। নিজের আঈ ভাষাত রামায়ণ আর ভাগবত অনুবাদ করি নগেন্দ্রনাথ রায় রাজবংশী ভাষা আর সংস্কৃতিক বত্তে থুইসে বুলি দাবি রাজবংশী ভাষা সমর্থনকারীলার। নগেন্দ্রনাথ রায়ের রাজবংশী ভাষা একাডেমিত রামায়ণ আর ভাগবত তুলি দেওয়া নিয়া বংশীবদন বর্মন কন, নগেন্দ্রনাথ বাবু রাজবংশী ভাষা একাডেমিত এই মূল্যবান সম্পদ তুলি দিল।