নতুন করে সংক্রমণ ফাসিদেওয়া ব্লকে
নিজ খবরিয়া,ফাঁসিদেওয়া,১৯ অগাষ্ট: মঙ্গলবার ফাঁসিদেওয়া ব্লকে নতুন করে করোনায় আক্রান্ত ৩ জন। ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিকের তথ্য অনুসারে ২৯৫ জনের রেপিট অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। তারমধ্যে তিনজনের উপসর্গহীন করোনা ধরা পরেছে। এই তিনজনের মধ্যে দুই জন ঘোষপুকুর এলাকার এবং একজন শিলিগুড়ির ফাঁসিদেওয়া স্বাস্থ্য অফিসের কর্মী।