নতুন করে ২৯ টি সহ মোট ৫১ টি কনটেইনমেন্ট জোন ঘোষিত করলো কোচবিহার জেলা প্রশাসন
সঞ্জয় কুমার বর্মন, কোচবিহার,১ জুন: কোচবিহার জেলায় নতুন করে ২৯ টি এলাকায় কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করলো কোচবিহার জেলা প্রশাসন। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলছে, বেশিরভাগ ক্ষেত্রেই পরিযায়ী শ্রমিক। ফলে সক্রিয় হয়ে উঠছে প্রশাসন। জেলায় ৫ টি মহকুমা, মেখিলগঞ্জ বাদ দিয়ে বাকি চারটিতে সংক্রমণের খবর মিলছে। দিনহাটা মহকুমায় ১৬ টি, কোচবিহার সদর ৪ টি, তুফানগঞ্জ ৮ টি এবং মাথাভাঙ্গায় ১ টি কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষিত হয়েছে এবং সংলগ্ন এলাকায় বাফার জোন হিসেবে ঘোষিত হয়েছে। এখবর জানান কোচবিহার জেলার জেলাশাসক পবন কাদিয়ান। কোচবিহার জেলায় সর্বমোট ৫১ টি কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হলো।