নতুন পালক
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: দার্জিলিং পাহাড়ের রাজনীতিতে আবার একটি নতুন পালক জুড়ল। গত ২৪ শে ডিসেম্বর কলকাতাতে বিনয় তামাং এবং ডঃ রোহিত শর্মা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিল। একসময় পাহাড়ের রাজনীতিতে দুজনেই গোর্খা জনমুক্তি মোর্চার সক্রিয় সদস্য এবং শক্তিশালী নেতা বলে পরিচিত ছিলেন। পরে মোর্চা থেকে সরে গিয়ে বিনয় তামাং ২ গোর্খা জনশক্তি মোর্চা নামে পাহাড়ে রাজনীতিতে আলোড়ন তুলেছিল। সেখান থেকে কয়েক মাস আগে ফের পদত্যাগ করে বেশ কিছুদিন চুপচাপ রাজনীতি থেকে দূরে ছিলেন। এখন বিনয় তামাং তৃতীয় অধ্যায় শুরু করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে। আজ কলকাতা থেকে ফিরলেন এনজেপি স্টেশন বিনয় তামাং সাংবাদিকদের মুখোমুখি হলেন। পরে দার্জিলিংয়ের জজ বাজার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তিনি এসে পৌঁছালেন। হিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় বিনয় তামাং বলেন তিনি পাহাড়ের নির্বাচনে লড়বেন উন্নয়ন হবে তার হাতিয়ার। প্রয়োজনে
তিনি বিমল গুরুংকেও সামিল করবেন আগামী দিনে। পাহাড়ে কিছুদিন পর পর চলে উল্টো রথের পালা রাজনীতিতে রং বদল হয়। পাহাড়ের রাজনৈতিক মহল বারবার এই ধরনের রং বদল এর ছবি প্রত্যক্ষ করেছেন।