নদীগর্ভে কৃষিজমি,স্থানীয়দের বাঁধের দাবি

বিদ্যুৎ কান্তি বর্মন,সিঙ্গিজানি,২০অক্টোবর: কোচবিহার জেলার মাথাভাঙ্গা দুই নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত উল্লেখযোগ্য প্রায় চার দিকেই নদী দিয়ে সীমানায় আবদ্ধ সংশ্লিষ্ট অন্যতম উল্লেখ যোগ্য এলাকা গুলির মধ্যে বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতের অন্যতম।

জানা যায়,জলঢাকা, ডুডুয়া মুজনাই, জামুগুড়ি মত উত্তরবঙ্গের উল্লেখযোগ্য নদী গুলি ছাড়াও ওই এলাকায় রয়েছে আরো অসংখ্য পুকুর ও বর্ষা বা নদীর জলে প্লাবিত অনেক নালা ।তবে এবছর উত্তরবঙ্গে লাগাতার প্রচন্ড বৃষ্টি জেরে নদীগুলি এখনো প্রবল জলমগ্ন রয়েছে ।যার জেরে জামুগুরি নদীর পূর্ব বালা সুন্দর ঠকপাড়া-বুড়ির বাড়ি মোড় থেকে ফালাকাটা-ফুলবাড়ীর জামুগুরি ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার জায়গা জুড়ে নদী দু-ধারের ধস নেমেছে এমত অবস্থানয় বিঘা কে বিঘা কৃষি জমি ধস নেমে নদী গর্ভে চলে যাবার আশঙ্কা রয়েছে।
এমত অবস্থায় সংশ্লিষ্ট জামু গুড়ি নদীর পাকাপোক্ত বাঁধের দাবী জানাছে এলাকা বাসী সহ নদী গর্ভে ধস নেমে ক্ষতিগ্রস্ত কৃষক বিকাশ সরকার, সুবল মণ্ডল, মিনু রানী সরকার সহ আরো অনেকেই।

এ বিষয়ে মাথাভাঙ্গা দুই নং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সঞ্জয় সরকার জানান বিষয়টি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেব কে জানানো হয়েছে, বিষয় টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে এর আগেও অন্য একটি বাঁধে লিখিত অভিযোগ দিলে, বিডিও সাহেব তা রিসিভ করেননি বলে অভিযোগ, ফলে এক্ষেত্রে উনাকে এখনো পর্যন্ত লিখিত আকারে জানানো হয়নি।

অপরদিকে এই বিষয়ে মাথাভাঙা দুই নং ব্লকের বিডিও রজত রঞ্জন দাস জানান বিষটি এডিকেশন কে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *