নদীতে বীজ তৈরি না হলে ভোট থেকে বিরত থাকবে দুটি গ্রামের প্রায় ৫০০০ মানুষ।

মালদা : ১ই মে ,নিজস্ব সংবাদদাতা

সামনেই পঞ্চায়েত ভোট তার আগেই দুটি গ্রামের মানুষ একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছে এবারে পঞ্চায়েত ভোট দেওয়া থেকে তারা বিরত থাকবে।ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ তম বর্ষ পার হয়ে গেলেও এখনো গ্রামবাসীদের চলাফেরার একমাত্র মাধ্যম হচ্ছে নদীপথ।বর্ষার মরশুমে নৌকা আবার গরমের মরশুমে অস্থায়ী বাসের সাঁকো দিয়ে পারাপার করতে হয় গ্রামবাসীদেরএমনই ছবি উঠে এলো পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের বিধানগড় শিবগঞ্জ এলাকায়।এই এলাকার বসবাস করেন প্রায় ৫০০০ মানুষ। প্রশাসন থেকে ব্লক প্রশাসন জনপ্রতিনিধিদের বহুবার বলা সত্ত্বেও তাদের স্থায়ী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্রিজ করা হয়নি।ভোট আসে ভোট যায় শুধু নেতাদের প্রতিশ্রুতি। ভোট পেরোলেই এলাকায় জনপ্রতিনিধিদের দেখা যায় না। তাই দুটি গ্রামের মানুষ এবার একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছে এবারে পঞ্চায়েত ভোট থেকে তারা বিরত থাকবেন।। এবারে পঞ্চায়েত ভোটের আগে তাদের একটাই দাবি স্থায়ী ব্রিজ করতে হবে। গ্রামবাসীরা জানান যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার ফলে এই গ্রামে কোন পাত্র-পাত্রী বিয়ে হয় না ।গ্রামে বরের গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স এমনকি চারচাকা গাড়িও ঢুকে না কেউ অসুস্থ হয়ে গেলে খাটে করে বাসের অস্থায়ী ব্রিজ পার করে তারপর সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে তারপর গাড়িতে উঠতে হয়। শিক্ষার জন্য এই গ্রামের অনেক ছেলে মেয়েরাই পড়াশোনা করতে পারে না ।কারণ পড়াশোনা করতে গেলে তাদেরকে শহরে যেতে হয় এবং সেটা যেতেও দিনে প্রতিদিন প্রায় 70 টাকা করে খরচা হতেও হয়। কবে ফিরবে এই গ্রামে চেহারা সেটাই এখন প্রশ্ন হয়ে উঠেছে গ্রামবাসীদের।মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা এই বিষয়ে জানান তিনি জেলা প্রশাসনকে বলেছিলেন কিন্তু জেলা প্রশাসন কোনো রকম ভাবে উদ্যোগ গ্রহণ করছেন না। মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন তিনি জানান রাজ্য সরকার গ্রাম বাংলায় রাস্তা, থেকে পানীয় জলের বহু উন্নয়ন কাজ করেছেন তবে গ্রামের শিবগঞ্জ বিধানগরের মানুষের যে সমস্যা রয়েছে স্থায়ী ব্রিজ করতে গেলে কিছুটা সময় লাগবে বিষয়টি প্রশাসনের কর্তাদের খোঁজখবর নিয়ে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *