নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল এক নাবালকের
মানিক বর্মন, তুফানগঞ্জ :- তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত দেওচড়াই গ্রাম পঞ্চায়েত ঝলঝলী এলাকায় গধাধর নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল এক নাবালকের। জানা যায় রবিবার বেলা 2 টা নাগাত গধাধর নদীতে স্নান করতে যায় কিশোর বর্মন। বছর এগারোর কিশোর দেওচড়াই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি ছাত্র। বাবার নাম গনেশ বর্মন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষ খোঁজাখুঁজির শুরু করে দেয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে মৃত অবস্তায় কিশোরকে পাওয়া যায় বেলা 5 টা নাগাত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ আর মৃত দেহটিকে থানায় নিয়ে আসেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন করছেন পুলিশ।