নন্দীগ্রামে মহারণ, মুখোমুখি লড়াইয়ে মমতা-শুভেন্দু

জগদা রায়: নন্দীগ্রামে মহারণ। মমতার বিপক্ষে তারই প্রাক্তন সহকারী তথা প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ সন্ধ্যে নাগাদ ঘোষণা হল আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা। এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় আকর্ষণ নন্দীগ্রামের মেগা লড়াই। আজ ঘোষণা হল বিজেপির দিল্লি পার্টি অফিসে প্রার্থী তালিকা। নন্দীগ্রামে প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ কাঁথিতে দাঁড়ালেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। দেবরায় প্রার্থী ভারতী ঘোষ। সবংয়ে অমূল্য মাইতি। ক্রিকেটার অশোক দিন্দা ময়নাতে। পুরুলিয়ার বাঘমুন্ডির আসনটি আজসুর জন্য ছেড়ে দিয়েছে বিজেপি। পুরুলিয়ার জয়পুরে প্রার্থী নরহরি মাহাতো। শালবনীতে সিপিএম নেতা সুশান্ত ঘোষের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হলেন রাজীব কুন্ডু। ইতিমধ্যে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নাম প্রার্থী তালিকায় ঘোষণা করে দিয়েছেন। ফলে এবছরের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় আকর্ষক ও জমজমাট লড়াই দেখা যাবে। দেশের সমস্ত সংবাদমাধ্যমের নজর ছিল দিল্লিতে। প্রথমে জানা গিয়েছিল ব্রিগেডের সভার পর প্রার্থী ঘোষণা হবে। কিন্তু আজ সন্ধ্যেতেই প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *