নবরূপে প্রতিষ্ঠিত হলেন বুড়ি কালি নতুন মন্দিরে।

মালদা: রিপোর্টার-রাহুলমন্ডল মানিকচকের মথুরাপুর গোয়ালপাড়া এলাকায় বহু প্রাচীন ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত বুড়ি কালী মন্দির। দীর্ঘ ৩০০ বছর ধরে পূজিত হয়ে আসছেন মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে। প্রতিবছর নিয়ম-নীতি মেনে দীপাবলীর অমাবস্যায় পুজিতা হন স্বয়ং মা। দূরদূরান্ত থেকে মায়ের দর্শন লাভের জন্য ভক্তদের ঢল নামে মন্দির চত্বরে। বুড়ি কালী মায়ের দরবারে মনস্কামনাও পূর্ণ হয় ভক্তদের। তবে এতদিন মন্দিরটি প্রাচীন পরিকাঠামো থাকায় বর্তমানে মন্দির কমিটি ও ভক্তদের উদ্যোগে নবরূপে নতুন গৃহে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত ন্যায় সকলে। সে সিদ্ধান্ত অনুযায়ী বিগত কয়েক মাস যাবত নতুন করে মন্দির নির্মাণের কাজ চলতে থাকে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন মন্দিরে মায়ের প্রতিষ্ঠায় ব্রতী হন ভক্তরা। সেই উপলক্ষে রবিবার মথুরাপুর এলাকায় কলস যাত্রায় অংশগ্রহণ করেন কয়েকশো মহিলা সহ বহু ভক্ত। ঢাক ঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সংযোগে ফুলহর নদী থেকে জল নিয়ে মন্দির চত্বরে সমর্পিত করা হয় নিয়ম-নীতি মেনে। সারাদিন ধরে চলতে থাকে বৈদিক মন্ত্র যোগে পূজা পাঠ। সর্বশেষে হোমের মাধ্যমে আহুতি দেয় ভক্তরা।এ প্রসঙ্গে একজন ভক্ত জানান মায়ের মন্দিরটি বহু প্রাচীন। মন্দিরের পরিকাঠাম দুর্বল ও নরম হয়ে গিয়েছিল। অন্যদিকে জায়গায় ও খুব অল্প ছিল। পুজোর সময় অসংখ্য ভক্তের ভিড় হয় মন্দির চত্বরে। ফলে সমস্যায় পড়তে হতো পুজো কমিটির সহ ভক্তদেরও। সেজন্য নতুন করে মায়ের মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্দিরের কাজ সম্পন্ন হয়েছে আজ নিয়ম-নীতি মেনে নতুন করে মায়ের প্রতিষ্ঠা করা হলো নতুন মন্দিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *