নবীকরণ সভায় ঘোকসাডাঙ্গায় বিজেপি ছেড়ে তৃণমূলে
বিদ্যুৎ কান্তি বর্মন, ঘোকসাডাঙ্গা, ১নভেম্বর:- একুশের বিধানসভাকে পাখির চোখ করতে বিরোধী দলের পাশাপাশি শাসক দলও তাদের সাংগঠনিক শক্তি আরও বাড়াতে নবীকরণ এর তোড়জোড় শুরু করেছে জোর কদমে।রবিবার একই ভাবে মাথাভাঙ্গা বিধানসভায় লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকায় আসন্ন ২০২১য়ের বিধানসভাকে পাখির চোখ করতে পৃথকভাবে দ্বারিকামারী গ্রামে ও তোর্ষা পার্ক সংলগ্ন এলাকায় নবীকরণ সভা হয়। এদিন নবীকরণ সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন ও কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন সহ স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দরা ও সাধারণ কর্মীরা। দলীয় সূত্রে জানা যায় এদিন মোট ১২০ টি পরিবার ৫০০জন ভোটার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে।
অপরদিকে এবিষয় বিজেপি জেড.পি-৫ এর সভাপতি বিশ্বরূপ রায় বলেন বিগত ২০১৯ লোকসভায় বিজেপি বিপুলসংখ্যক ভোটে জয়লাভ করেছিল ।কিন্তূ সেই সময় তৃণমূলের কিছু কর্মী চুপচাপ থেকে আমাদের দলে দলীয়ভাবে পতাকা হাতে না নিলেও আমাদের পাশেই ছিল।আজও তারা আমাদের পাশে একই ভাবে রয়েছে। এখন সেইসব কর্মীদের জোরপূর্বক তৃণমূল লোক দেখানো পতাকা হাতে ধরিয়ে দিয়েছে নতুন আলোড়ন তৈরির চেষ্টা করছে।ভোট হলে সবটা পরিষ্কার হয়ে যাবে।