নবীন সংঘের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
বিদ্যুৎ কান্তি বর্মন, ঘোকসাডাঙ্গা, ২০ মার্চ:- ৭ তম বর্ষ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল সিঙ্গিজানি ৫ নম্বর নবীন সংঘ পক্ষথেকে। জানাযায় রবিবার ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্লাব কনভেনার হরিপদো মিত্র। এদিন ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা এবং ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত স্টুডেন্ট অফ দ্যা ইয়ার প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং সন্ধ্যাকালীন ডাবল উইকেট সটপিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী সোম ও মঙ্গলবার একই ভাবে বিভিন্ন প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের সপ্তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ করা হবে বলে ক্লাব সম্পাদক টোটন দত্ত জানান।