নয়ারহাটে তৃণমূলের প্রস্তুতি বৈঠক
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা:লোকসভা ভোটকে পাখির চোখ করে মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোড়পাটকি গ্রাম পঞ্চায়েতের গোলকগঞ্জ বাজারে চলতি মাসের ২৯ শে ডিসেম্বর শীতলখুচি বিধানসভা ভিত্তিক কর্মী সভার ডাক দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস।ওই কর্মসূচি সফল করার লক্ষ্যে বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় জোরকদমে প্রচার শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে শনিবার সন্ধ্যায় নয়ারহাট দলীয় কার্যালয়ে প্রস্তুতি বৈঠক করল তৃণমূল কংগ্রেস। এদিনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন অঞ্চল তৃনমূল সভাপতি হিমাদ্রী রায় বর্মা, অঞ্চল চেয়ারম্যান রিন্টু হক প্রধান, শাখা সংগঠনের অঞ্চল সভাপতিরা সহ ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র বর্মন। বৈঠক শেষে নয়ারহাট বাজারে মিছিল বের করে। গোপালপুর, কেদারহাট, কুর্শামারি এলাকায় প্রস্তুতি সভা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।