নয়ারহাটে সরগরম তৃনমূল কংগ্রেসের রাজনীতি

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট বাজার এলাকায় সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ তৃনমুলের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং পায়ে কোপানোর অভিযোগ উঠল দলেরই যুব সংগঠনের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় আরও এক তৃনমুল কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় তৃনমুল কর্মী হিমাদ্রি রায় বর্মা,ও তালেশ্বর বর্মন নয়ারহাট বাজার থেকে বাড়ি যাবার সময় নিউমার্কেট এলাকায় যুব নেতা সুমন্ত অধিকারীর নেতৃত্বে তার লোকজন অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। তালেশ্বর সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হলেও হিমাদ্রি রায় বর্মার মাথায় ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠে। ঘটনার জেরে গুরুতর জখম হয় হিমাদ্রী।রক্তাক্ত অবস্থায় স্থানীয় কর্মীরা তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়িতে রেফার করা হয় বলে জানা যায়। অপরদিকে এলাকার যুব কনভেনর সুমন্ত অধিকারী জানান, অভিযোগ একেবারেই ভিত্তিহীন। ও বিজেপির দালাল। বিজেপির লোকজন নিয়ে চলা ফেরা করে বলে জানান তিনি। এঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। এবিষয়ে মাথাভাঙা ১(এ) ব্লকের তৃনমুল সভাপতি মহেন্দ্র বর্মন বলেন,নয়ারহাটে যে ধরনের ঘটনা ঘটেছে তা দল বরদাস্ত করে না।বিষয়টি আমরা দলীয় ভাবে তদন্ত করছি।কারও যদি দোষ প্রমাণিত হয় দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে।ব্যবসায়ীদের একাংশ জানান, এদিন সন্ধ্যায় পর পর বেশ কয়েকটি বোমাবাজির ঘটনা ঘটে এবং ফায়ারিং হয়েছে বলে বলে অভিযোগ। ঘটনার পরপরই শুনশান নয়ারহাট বাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *