নয়ারহাট এলাকার পাঁচ মেধাবী কন্যাকে সংর্বধনা
নিউজ ডেস্ক, মাথাভাঙ্গা: এদিন সন্ধ্যায় মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচ মেধাবী ছাত্রীকে মিষ্টি মুখ করে সংর্বধনা দেয় নয়ারহাট অঞ্চল তৃনমূল যুব কংগ্রেস এবং তৃণমূল মহিলা কংগ্রেস। উল্লেখ্য, সদ্য প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। নয়ারহাট এলাকার পাঁচ মেধাবী ছাত্রী ভালো ফল করায় তাদেরকে মিষ্টি মুখ করে সংর্বধনা দেওয়া হয়। পাঁচ মেধাবী ছাত্রীই ৮০% এর বেশি নাম্বার পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছে। নয়ারহাট অঞ্চল তৃনমূল যুব সভাপতি মনোজ কুমার রায় জানান, পাঁচ মেধাবী ছাত্রীকে মিষ্টি মুখ করে সংর্বধনা দেওয়া হয় এবং ভবিষ্যত জীবনের তাদের সফলতা কামনা করা হয়। মেধাবী ছাত্রী গুলো যথাক্রমে মামুনি খাতুন, পূজা বর্মন,প্রিয়া সরকার, তানিয়া শা এবং পূজা সাহা(বর্মন)। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের তৃণমূল যুব সহ সভাপতি সুমন্ত অধিকারী, নয়ারহাট অঞ্চল তৃনমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মঞ্জিলা বিবি সহ অন্যান্যরা।