নয়া কমিটি গড়ন

নিউজ ডেস্ক, কুচবিহার: বৃহস্পতিবার কোচবিহারত কামতাপুরি ভাষা আন্দোলনকারী নির্যাতিতা কোচবিহার জেলা কমিটি গঠন করা হইলেক। মোট ৮০ ঝনক নিয়া এই কমিটি গঠন করা হইছে। জেলা কমিটির মোট ৪ ঝনক কনভেনার পদের দ্বায়িত্ব দেওয়া হয়। প্রধান কনভেনার হিসাবে দ্বায়িত্ব নেয় রবীন রায়। এই কমিটির মূল দাবি হইল ১) ২০২১ সালে কামতাপুরী ভাষাত প্রাথমিকে পঠন-পাঠন চালু করির নাগিবে। ২) কামতাপুরী ভাষার আন্দোলন করির যায়া বাম আমলে জায় নির্যাতিত হইছে উমরাগিলাক সগারে চাকরির ব্যবস্থা করির নাগিবে। এছাড়াও এই কমিটির কনভেনার রবীন রায় জানাইছে, মূখ্যমন্ত্রী যাতে তাড়াতাড়ি ঘোষণা করেন ২০২১ সালে কামতাপুরী ভাষাত পঠন-পাঠনের বিষয়টা দেখিবার বাদে, পরিস্কারভাবে সেইটার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *