নর্থ বেঙ্গল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এ ময়নাগুড়ির ৬ বিজয়ী
ময়নাগুড়ি, ২ নভেম্বর : দার্জিলিং জেলায় অনুষ্ঠিত নর্থ বেঙ্গল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ময়নাগুড়ির ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এমনকি সেই প্রতিযোগিতায় জয়লাভ করে সম্মান অর্জন করেন। দার্জিলিং জেলার শিলিগুড়ির দিল্লি পাব্লিক স্কুলে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে ১টি সোনা, ১টি সিলভার এবং ৪টি ব্রোঞ্জ জয় লাভ করেন ময়নাগুড়ির প্রতিযোগীরা। মঙ্গলবার তাদের হাতে সম্মান তুলে দেন ময়নাগুড়ি স্পোর্টস এন্ড ক্যারাটে একাডেমির সম্পাদক কাশী দেবনাথ। তিনি জানান, গত ৩১ অক্টোবর দার্জিলিং জেলার শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুলে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে সোনা পেয়েছে সুবোধ মন্ডল, সিলভার পেয়েছে হিমানি রায়, এবং ব্রোঞ্জ পেয়েছে বিকি রায়, রাজেশ রায়, মনোজ রায়, শুভঙ্কর তরফদার। আমাদের আগামীতে লক্ষ্য অলিম্পিক খেলায় অংশগ্রহণ করা। তার চেষ্টা চালাচ্ছে প্রতিযোগীরা।”