নাটাবাড়ি বিধানসভা থেকে শতাধিক বিজেপি কর্মী পঞ্চায়েত সদস্য তৃণমূলে

কোচবিহার জেলায় বিজেপিতে যেন ধস নেমেছে। একদিকে যেমন ফুলেঁ ফেপে উঠছে তৃণমূল শিবির ঠিক অন্যদিকে শূন্য হচ্ছে বিজেপি দলীয় কার্যালয়। বুধবার ফের তৃণমূলে যোগদান করলেন অন্দরান ফুলবাড়ী অঞ্চলের ১ নং গ্রাম পঞ্চায়েতের সুধীর বর্মন। তিনি বিজেপি ছেড়ে আজ তৃণমূলে যোগদান করলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিকের হাত ধরে। কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেয় এবং ডাউয়াগুড়ি অঞ্চলের সুমিত্রা বর্মনও যোগদান করলেন তৃণমূল জেলা কার্যালয়ে। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুল কাদের হক সহ অন্যান্য নেতৃত্ব। এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন আজকে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন, তাদেরকে মানুষ উন্নয়নের স্বার্থে উন্নয়নের কাজের জন্য ভোট দিয়েছেন কিন্তু তারা বিজেপিতে থাকাকালীন কোনরকম উন্নয়নমূলক কাজ করতে পারছিলেন না,তাই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।
প্রসঙ্গত বিগত কয়েকদিনে অর্থাৎ লোকসভা নির্বাচনে জয়লাভের পর এখনো পর্যন্ত কোচবিহার জেলায় ১২৫ জন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন এবং মোট ১১ টি অঞ্চল নতুন করে পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস বলে তৃণমূলের দলীয় সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *