নাবালক-নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
ময়নাগুড়ি, ১০ জুলাই :
ময়নাগুড়িতে নাবালক নাবালিকার বিয়ে রুখল জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের আইনি সহায়করা। জানা যায় ময়নাগুড়ির দোমহনী এলাকার এক নাবালক শিলিগুড়ির এক নাবালিকার সাথে প্রেমের সম্পর্কে জড়ান । ওই নাবালক কিছুদিন আগে নাবালিকা মেয়েটিকে শিলিগুড়ি থেকে তার বাড়িতে নিয়ে আসে। এর পর পরিবারের তরফে বিয়ের তোড়জোড় শুরু হয়। এরপর গোপন সুত্রে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় আইনি পরিষেবা কতৃপক্ষের আইনি সহায়ক বিভাস রায় ও হরিপদ দত্ত । তারা ছেলেটির বাড়িতে গিয়ে দেখেন ছেলে ও মেয়ে দুজনেই নাবালক ও নাবালিকা।এরপর উভয় পরিবারের সদস্য এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার উভয় পক্ষ এবং স্থানীয় পঞ্চায়েতের সামনে বিয়ে বন্ধের মুচলেকা নেওয়া হয়।