নাবালিকা ধর্ষণ অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
রাহুল দেব বর্মন দিনহাটা : এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিল আদালত। বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতের বিচারক হেমন্ত সিনহা এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম বাবলু বর্মন। তার বাড়ি দিনহাটার খোচাবাড়ী এলাকায়। দিনহাটা আদালতের সরকারি কৌশলী তাহেরুল ইসলাম জানান, ২০২০ সালের ২৫ শে জুলাই প্রতিবেশী এক নাবালিকাকে ওই ব্যক্তি ধর্ষণ করে। একটানা কয়েক বছর এই মামলা চলার পথ এদিন বিচারক এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত কে যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো তিন মাস জেল হেফাজতের নির্দেশ দেন।