নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবা গ্রেফতার
রাহুল দেব বর্মন, হলদিবাড়ি,কোচবিহার: হলদিবাড়িতে ১২ বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে অভিযুক্ত বাবাকে দেওয়ানগঞ্জ থেকে গ্রেফতার করলো হলদিবাড়ি থানার পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে নাবালিকা কন্যা।প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ এপ্রিল নির্যাতিতার মা হলদিবাড়ি থানায় তার নিজের স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন যে তার ১২ বছরের নাবালিকা মেয়েকে তার বাবা ধর্ষণ করে এবং সেই নাবালিকা চার(৪) মাসের অন্তঃসত্ত্বা। নাবালিকা মেয়ের শারীরিক সমস্যা দেখা দেওয়ার পর ডাক্তারের পরামর্শে আলট্রাসনোগ্রাফি করে অন্তঃসত্তার কথা জানতে পারেন তিনি। পরবর্তীতে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে বাবার কুকীর্তির কথা সামনে আসে।পরবর্তীতে তাকে বিষয়টি চেপে যাওয়ার জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন চাপ দেয় বলে অভিযোগ।অন্যথায় মেরে ফেলারও হুমকি দেয়।অভিযোগ পেয়ে তদন্তে নামে হলদিবাড়ি থানার পুলিশ।তারপরেই বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়।তার বাবার কাছ থেকে নাবালিকাকেও উদ্ধার করা হয়।শুক্রবার অভিযুক্তকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে চার(৪) দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে আদালতের নির্দেশে নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেল করানোর জন্য।