নারায়ণী সেনা রেজিমেন্ট, কেন্দ্র শাসিত অঞ্চল সোদে দশটা দাবি জানেয়া রাজ্যপাল’ক দাবিপত্র জিসিপিএর
মানিক বর্মন, কোচবিহার: রাজ্যপাল জগদীপ ধনকড়ের হাত’ত দশটা দাবি নিয়া স্মারকলিপি তুলি দিল দি গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশন। কোচবিহারের রাজপন্থে পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহামহিম জগদীপ ধনকড়’ক স্বাগত জানেয়া এই দাবিপত্র তুলি দেয় জিসিপিএর কেন্দ্রীয় কমিটির সদস্যলা। কেন্দ্রীয় কমিটির গড়েয়া নির্মল রায় আর মাড়েঞানি নমিতা বর্মনের উপস্থিতিত দশটা দাবি জানেয়া কেন্দ্র সরকারের উদ্দেশ্যে রাজ্যপাল জগদীপ ধনকড়ের হাত’ত স্মারকলিপি তুলি দেয় জিসিপিএ।উল্লেখ্য, বিস্তিবার সাকাল সাড়ে দশটার সময় দার্জিলিংয়ের রাজভবন থাকি কোচবিহার বিমানবন্দর’ত নামে রাজ্যপালের হেলিকপ্টার। ওটে থাকি কোচবিহার’ত ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিত ফুল, মালা দিয়া শ্রদ্ধা জানান রাজ্যপাল। তারপর মদনমোহন মন্দির’ত পূজা দেন। পরে কোচবিহার রাজবাড়ি পরিদর্শন করেন। রাজ্যপাল জগদীপ ধনকড় সাংবাদিকলার মুখামুখি হয়া রাজ্য সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন। রাজ্যপাল কন, উত্তরবঙ্গ’ত ভাষা সমস্যার মতন কিছু বড় সমস্যা আছে, সেই সব সমস্যার খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে উমার কোচবিহার সফর।এইদিন কোচবিহার’ত রাজ্যপাল জগদীপ ধনকড়েরটে বৃহত্তর কোচবিহার জুড়ি কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি, নারায়ণী সেনা রেজিমেন্ট গড়ন, রাজবংশী মানষিক তপশিলি উপজাতির মর্যাদা দেওয়া, ২০২০র শিক্ষা নীতি অনুসারে রাজবংশী ভাষাত শিক্ষাদান, বীর চিলা রায় আর ঠাকুর পঞ্চানন বর্মার সোদে কোচবিহারের রাজতন্ত্র আর সমাজ সংস্কার আন্দোলন ইতিহাসের অন্তর্ভুক্ত করা, রাজবংশী অধ্যুষিত এলাকাত কেন্দ্রীয় বিদ্যালয় আরহ কলেজ থাপন, কোচবিহার’ত হাইকোর্ট থাপন করার দাবি জানায় দি গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশন।