নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল হলদিবাড়িতে
হলদিবাড়ি হাই স্কুলে ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনা দুই স্কুল পড়ুয়ার মধ্যে বচসা হয় এবং পরবর্তীতে বাড়ি থেকে এক ছাত্রের অভিভাবক গিয়ে অপর ছাত্রকে ব্যাপক মারধর করে । ছাত্রটি এখন গুরুতর অবস্থায় আই সি ইউ তে ভর্তি আছে । এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার এ আই ডি এস ওর ব্লক কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে হলদিবাড়ি স্টেশন রোডের এ আই ডি এস ও অফিস থেকে হলদিবাড়ি বাজারজুড়ে একটি বিক্ষোভ মিছিল করা হয় । তারপর হলদিবাড়ি ট্রাফিক মোড়ে একটি প্রতীকি অবরোধ করা হয় । সেখানে সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখায় । হলদিবাড়ি হাই স্কুলের এক ছাত্র জানান আমরা এই ঘটনায় খুবই আতঙ্কিত । সংগঠনের সভাপতি নিলু হক বলেন, হলদিবাড়ির মতো এরকম একটা শান্তি প্রিয় জায়গায় এরকম ঘটনাকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি হাইস্কুলের কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ও প্রশাসনের কাছে দাবি রাখছি দোষী ব্যক্তির যেন কঠোর শাস্তি হয়। দোষী ব্যক্তির যদি কঠোর শাস্তি না হয় তাহলে আমাদের সংগঠন ছাত্রদের নিয়ে বৃহত্তর আন্দোলনে শামিল হবে ।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট।