নিম্নমানের কাজের অভিযোগ সরগরম গাঞ্জাবাড়ি এলাকায়
জয়দেব গোপ,চোপড়া: নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের গাঞ্জাবাড়ি গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কয়েক দশক থেকে গাঞ্জাবাড়ি থেকে মুলুকডাঙ্গী যাওয়ার মূল রাস্তা খারাপ হওয়ায় মানুষকে খুব সমস্যায় পড়তে হয়। পথশ্রী প্রকল্পে এই রাস্তা মেরামতি বাবদ প্রায় তেত্রিশ লক্ষ টাকা বরাদ্দ পায় জেলা পরিষদ তহবিল থেকে। কিন্তু কাজ শুরু হতেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ রাস্তায় ২০ mm পিচ দিয়ে কাজ করার কথা থাকলেও তা কোথাও কোথাও ১০-১২ mm এর কম পিচ দিয়ে কাজ করা হচ্ছে। তাদের দাবি অবিলম্বে রাস্তার মেরামতের কাজ যেন সঠিকভাবে করা হয়। এবং বিষয়টি চোপড়া ব্লক প্রশাসনের নজরে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। চোপড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় সিংহ জানান রাস্তার কাজ ঠিকমত হচ্ছে কিনা সেটা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।