নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ কুর্শামারি এলাকায়
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: পথশ্রী প্রকল্পের কাজ নিম্নমানের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের কুর্শামারি এলাকায়। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার থেকে পিচ ঢালা শুরু হয়। গতকাল থেকেই নিম্নমানের সামগ্রী দিয়ে প্রায় দুই কিমি পাকা রাস্তার কাজ শুরু করা হয়েছে। বিষয়টি ঠিকাদার সংস্থাকে জানানোর পরেও কোনো কাজ হয়নি। তাই শনিবার বিক্ষোভ প্রদর্শন করা হয়। সিডিউল অনুযায়ী কাজ করতে হবে নচেৎ বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে স্থানীয় বাসিন্দারা বলে হুঁশিয়ারি দেন তাঁরা। ঠিকাদার সংস্থার পক্ষে এক ব্যক্তি জানান,নিয়ম মেনে কাজ চলছে। নিম্নমানের অভিযোগ কেনো উঠলো বুঝে উঠতে পারছি না।বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। জানা গেছে, পথশ্রী প্রকল্পের আওতায় কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের দিঘিরপাড় থেকে কচুয়া ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিমি রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছে।