নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জলাভূমিতে উল্টে গেল ইট ভর্তি লরি
নিজস্ব প্রতিবেদক, কোচবিহার : আজ দুপুরে একটি ইটভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই জলাভূমিতে উল্টে গেল। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর থেকে উত্তরে কোনামাল্লী এলাকায়। ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে লরিটি মারুগঞ্জ থেকে আসার সময় আজ দুপুরে কোনামাল্লী এলাকায় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জলাভূমির মধ্যে উল্টে যায়। লরিতে ইট ভর্তি ছিল। উল্টে যাওয়ার ফলে লরির ওপর থাকা একজন শ্রমিক আহত হলেও লরির চালক ও খালাসির কিছু হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে পুণ্ডিবাড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে একটি ক্রেন দিয়ে লরিটি উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হলে পরে একটি বড়ো ক্রেন নিয়ে গিয়ে লরিটিকছ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ লরিটিকে থানায় নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।