নিয়োগপত্র
ক্রান্তি ব্লকের যোগেশচন্দ্র চা বাগান তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে এক সভা করা হলো। সভায় তৃণমূল কংগ্রেস চা বাগান শ্রমিক ইউনিয়ন যোগেশচন্দ্র চা বাগানে কমিটি গঠন করে পদাধিকারীদের দলীয় নিয়োগপত্র তুলে দেওয়া হল। নিয়োগপত্র তুলে দিলেন রাজ্য তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তথা জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসি সভাপতি রাজেশ লাকরা। কমিটির সভাপতি রাম মুন্ডা, সাধারণ সম্পাদক সমরা তুরি, কোষাধক্ষ্য রঞ্জিত বিশ্বাস হয়েছেন। এদিন ৪৮ জন ভোটার রাজেশ বাবুর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নেন।প্রসঙ্গত উল্লেখ্য যোগেশচন্দ্র চা বাগানে এক হাজারের ওপরে শ্রমিক রয়েছে। রাজ্য তৃণমূল কংগ্রেস চা-বাগান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তথা রাজ্য তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়নের কোর কমিটি সদস্য রাজেশ লাকরা জানালেন আমাদের যোগেশচন্দ্র চা বাগানে দুইটি তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন ছিল সে দুটি কে ভেঙে এখন মমতা ব্যানার্জির নির্দেশমতো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন কমিটি গঠন করা হলো এবং পদাধিকারী দের হাতে দলীয় নিয়োগপত্র তুলে দেওয়া হল। তিনি আরো জানালেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন ছাড়া বর্তমানে তৃণমূল দলের কোন শ্রমিক সংগঠন নেই চা বাগানের ক্ষেত্রে।শ্রমিকদের হাজিরার বৃদ্ধির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানালেন খুব শীঘ্রই মমতা ব্যানার্জি চা বাগানের শ্রমিকদের হাজিরা বৃদ্ধির ঘোষণা করবেন। এদিনের সভাকে ঘিরে চা বাগানে শ্রমিকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন সভায় রাজেশ লকরা ছাড়াও উপস্থিত ছিলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেবুব আলম, ক্রান্তি ব্লক আইএনটিটিইউসি সভাপতি পরিশ্রম চিক বরাইক, ক্রান্তি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী কৃষ্ণা রায়, ব্লক কিসান ক্ষেতমজুর সভাপতি মহাদেব রায়, ব্লক যুব সভাপতি মানিক চন্দ্র রায়, চেংমারী অঞ্চল সভাপতি আব্দুল সামাদ, অঞ্চল প্রধান অনুকুল বিশ্বাস, রাজা ডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মিন্টু রায়, চাপাডাঙ্গা অঞ্চল সভাপতি রেজানুল রহমান, মৌলানি অঞ্চল সভাপতি বরেন সেন, চেংমারী মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রাবন্তী বিশ্বাস প্রমূখ।