নির্যাতিতা পরিবারের পাশে তৃনমূল
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়ালো তৃনমূল কংগ্রেস। শুক্রবার দুপুর বেলা মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায় নির্যাতিতার বাড়িতে যান তৃনমূল ব্লক সহ-সভাপতি ইন্দ্রজিৎ রায় বসুনীয়া, এলাকার তৃনমূল নেতা বিধান দত্ত, সুধীর বর্মন সহ অন্যান্যরা। এদিন এখবর জানান সংশ্লিষ্ট এলাকার যুব তৃনমূল কংগ্রেসের কনভেনর বঙ্কিম বর্মন। তিনি বলেন এদিন দুপুরবেলা নির্যাতিতা পরিবারের পাশে থাকার বার্তা দেওয়ার জন্য তৃনমূল নেতৃত্বরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য গত বুধবার সংশ্লিষ্ট এলাকায় এক ছয় বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছিল এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন তৃনমূল নেতৃত্বরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন বলে দলীয় সূত্রে খবর।