পঙ্খিরাজ সাপ উদ্ধার

রাহুল দেব বর্মন, দিনহাটা:বুড়িরহাট পূর্ব ভূলকিতে মাছ ধরার জাল থেকে দীর্ঘ ৫ ফুট লম্বা পঙ্খিরাজ সাপ উদ্ধার। জানা গেছে আজ শনিবার বিকেল বেলা বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভূলকি এলাকায় বঙ্কিম রায় নামের এক ব্যাক্তি মাছ ধরার জন্য ফাঁসি জাল জলে পেতে রাখেন,সেখানেই আটকে ফেঁসে যায় একটি পঙ্খিরাজ সাপ। এরপর খবর দেওয়া হয় সর্পপ্রেমী সৌভিক বসুকে। তিনি সেখানে পৌঁছে 5 ফুট লম্বা পঙ্খিরাজ সাপ উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেন। পাশাপাশি তিনি সেখানে উপস্থিত সাধারণ মানুষদের সাপটি সম্পর্কে সচেতন করেন। তিনি জানান সাপটির নাম পঙ্খিরাজ। ইংরেজি নাম ট্রিংকেট। বিজ্ঞানসম্মত নাম কইলেগনাথাস হেলেনাস (Coelognathus helenus)।
পঙ্খিরাজ নির্বিষ সাপ,এর প্রিয় খাবার ইদুর। তবে এদিন মাছ ধরার জালে আটকে থাকা সাপটি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *