পজিটিভ রিপোর্ট আসায় বাঁশের ব্যারিকেড ক্ষুদিরাম কলোনিতে
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাবগ্রাম ২ অঞ্চলের ক্ষুদিরাম কলোনিতে করোনা আক্রান্ত ৭ জন ,গতকাল রাতে অ্যাম্বুলেন্সে করে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে।কিছু দিন আগে ওই এলাকার বাসিন্দা এক ব্যক্তি করোনা আক্রান্ত হন ,ওই ব্যক্তি শিলিগুড়ির শেঠ শীলাল মার্কেটে দর্জির কাজ করতেন।ডাবগ্রাম ২ নং অঞ্চলের প্রধান সুধা সিংহ চ্যাটার্জি জানান যে ওই এলাকায় প্রথমে করোনা আক্রান্ত ব্যক্তির খবর পাওয়ার পর এলাকার যাতায়াত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই ১৫ দিনের খাবার দেওয়া হয়েছিল যাতে কেউ বাইরে না বের হয়।