পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস খলিসামারিত
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হবে শীতলকুচি ব্লকের খলিসামারিত, এই নাকানে ঘোষণা করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। খলিসামারিত দ্বিতীয় ক্যাম্পাস তৈরির জন্য গীরিন্দ্র নাথ বর্মনের নেতৃত্বে পূর্ণ ভূমি খলিসামারি পঞ্চানন বর্মা ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থাকি অনেক লিখিত আন্দোলন গড়ে তুলে। মেলা দিন থাকি এই সংগঠন রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার নামে খলিসামারিত বিশ্ব বিদ্যালয়ের দাবি করিছে, কিন্তুক সেই সময় কোচবিহার শহরের বগলত বিশ্ব বিদ্যালয় গড়ে দেয় পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু ট্রাষ্ট হাল ছাড়ে নাই, পরবর্তী সময়ে দ্বিতীয় ক্যাম্পাসের দাবি করে ট্রাষ্ট। সেই দাবি টাকে সিলমোহর দিল শিক্ষামন্ত্রী। জানা গেইচে দেওবার কোলকাতার এক অনুষ্ঠানত দ্বিতীয় ক্যাম্পাসের কথা ঘোষণা করিচে, উমরা কন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন পাওয়াতে শীতলকুচি ব্লকের খলিসামারিত পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হবে। ঘোষণা শুনি স্বাভাবতই খুশি পঞ্চানন অনুরাগী মানষিলা। খুশির জোয়ারে ভাষি মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ক ট্রাষ্টের পক্ষ থাকি কৃতজ্ঞতা জ্ঞাপনের চিঠি দিচে বুলি ট্রাষ্ট সূত্রে খবর। অন্য পাকে নীরেন্দ্রনাথ দাস আর ধীরেন্দ্রনাথ দাসো দ্বিতীয় ক্যাম্পাসের দাবি তুলিছে বুলি জানা গেইচে।