পঞ্চায়েতে রণকৌশল তৈরী করতে কুশিয়ার বাড়িতে রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক বৈশ্বানুর চ্যাটার্জি

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২৩ জুন :- নির্বাচন কমিশন ঘোষণা করেছেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে মনোনয়ন জমা এবং স্ক্রুটনি পর্ব শেষ । শাসক বিরোধী সকল রাজনৈতিক দল নিজের ঘর ঘোচাতে ব্যস্ত। পাড়ায় পাড়ায় দল বেঁধে চলছে প্রচার। সেই মত দলের জয়ের ধারা বজায় রাখতে দক্ষিণ বঙ্গ তথা কলকাতা থেকে বেশ কিছু তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্ব উত্তরবঙ্গে ভোট প্রচারে এসেছেন । সেই মত মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ি গ্রামে নির্বাচনী কর্মী সভা করলেন তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক বৈশ্বানুর চ্যাটার্জি। সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কমলেশ অধিকারী, উত্তর বঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ার ম্যান বিনয় কৃষ্ণ বর্মন, জেলা সভাধিপতি উমাকান্ত বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। এই দিন ব্লকের ফুলবাড়ী, বড় শৌলমারী, লতাপাতা গ্রাম পঞ্চায়েতের প্রার্থী এবং দলীয় নেতৃত্বদের নিয়ে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয় কুশিয়ার বাড়ী গ্রামের লতাপাতা অঞ্চল সভাপতি প্রসেনজিৎ বর্মণের বাড়ীর উঠানে। এই দিনের কর্মী সভায় কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, কোন বিষয় তুলে ধরে ভোট প্রার্থনা করবে প্রার্থী এবং প্রতিনিধিরা সেই নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায়। এই দিন কলকাতা থেকে কর্মীসভায় যোগ দিতে এসে তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক বৈশ্বানুর চ্যাটার্জি সাংবাদিকদের জানান, তৃণমূল কংগ্রেস ৩৬৫ দিন মানুষের সাথে থেকে রাজনীতি করে সাধারণ মানুষ উন্নয়নের সার্থে তৃণমূল কংগ্রেসেকে বিধান সভায় আশীর্বাদ করেছেন পুনরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করবে । পাশাপাশি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান জেলায় ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের ১২৮ টি তেই বিরোধী শূন্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *