পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের, নিরুত্তর প্রধান
নিউজ ডেস্ক,হরিশ্চন্দ্রপুর,২৬নভেম্বর: দীর্ঘদিন ধরেই প্রধান অনুপস্থিত। পঞ্চায়েত সেক্রেটারি ও অনিয়মিত। এলাকার ছাত্র-ছাত্রীরা রাজ্য সরকারের স্কলারশিপ ফর্মে প্রধানের সই না পেয়ে দিনের পর দিন বাড়ি ফিরে যাচ্ছিল। এদিকে ফর্ম ফিলাপের শেষের দিন এগিয়ে আসছে। তাই বাধ্য হয়ে শুক্রবার পঞ্চায়েতের ভবনের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখায় এলাকার ছাত্র-ছাত্রীরা। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয়দের অভিযোগ ভালুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনু মুসাহার দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে আসছেন না। এমনকি পঞ্চায়েতের সেক্রেটারি নিয়মিত উপস্থিত থাকছেন না। এর জন্য সমস্যায় পড়েছে এলাকার মানুষেরা। এদিকে স্কুলে শুরু হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিলাপ। এই ফর্মে প্রধানের সিগনেচারের জন্য এলাকার রায় মোহন মোহিনী মোহন হাই স্কুলের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরেই ভালুকা পঞ্চায়েতে আসছেন। কিন্তু প্রধান কে না পেয়ে খালি হাতে ফেরত যেতে হচ্ছে। এদিকে ফর্ম ফিলাপের শেষ তারিখ ক্রমেই এগিয়ে আসছে। তাই বাধ্য হয়েই ওই বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র পঞ্চায়েতের গেটে তালা মারে এবং পঞ্চায়েতের সামনে বিক্ষোভ শুরু করে।
তাদের অভিযোগ আমরা দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতে ফরমে সইয়ের জন্য আসছি কিন্তু প্রধানের দেখা পাচ্ছিনা। তাই বাধ্য হয়ে পঞ্চায়েতে তালা মেরে দিয়েছি। প্রধানের সই না হলে আমরা ফরম ফিলাপ করতে পারবোনা। তাই যতক্ষণ না পর্যন্ত আমাদের সহি দেওয়া হয় আমরা এই বিক্ষোভ তুলবে না।
এদিকে বিক্ষোভের খবর পেয়ে ব্লক প্রশাসনের আধিকারিকরা ছুটে আসেন। তারা ছাত্রদের আশ্বস্ত করেন এবং ঘণ্টাখানেকের পরেই বিক্ষোভ তুলে নেওয়া হয়। যদিও এ প্রসঙ্গে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করেন নি পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সেক্রেটারি।