পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কটাক্ষের সুর শাসকদলের গলায়

নিউজ ডেস্ক,হরিশ্চন্দ্রপুর;০৯মার্চ: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। দলকে চাঙ্গা করতে সাংসদের নেতৃত্বে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। আর মালদহের হরিশ্চন্দ্রপুর ধর্মশালায় আয়োজিত হওয়া সাংগঠনিক সভায় এলাকার বিজেপি নেতৃত্বদের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন দলের নেতা-কর্মীরা। উত্তর মালদার বিজেপি সাংসদের সামনে ক্ষোভ দেখান দলের নিচু তলার নেতা-কর্মীরা। এমনকি দলের নিষ্ক্রিয় কর্মীদের উঁচু পদে রাখা হচ্ছে অথচ সক্রিয় কর্মীদের, কোন স্থান নেই এমনটাই অভিযোগ তোলা হয় এই কর্মীসভায়। আর এর জেরে হরিশ্চন্দ্রপুর বিজেপিতে গোষ্ঠী কোন্দল সামনে এসে পড়ল। এদিনের কর্মী সভায় বিজেপির বেশ কিছু কর্মী অভিযোগ করেন এলাকার বিজেপি নেতৃত্ব দের মধ্যে অনেকেই তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। দলের কর্মসূচি সম্পর্কে নিচুতলার কর্মীদের ওয়াকিবহাল করা হচ্ছে না। সক্রিয় কর্মীদেরকে দূরে সরিয়ে নিষ্ক্রিয় কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে দলের বিভিন্ন পদে। যদিও সাংসদ খগেন মুর্মু সাংগঠনিক সবার বিক্ষোভকে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে চাননি। তিনি জানান দলের কিছুর কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। আমরা তাদের সঙ্গে বসে সমস্ত টাই মিটিয়ে ফেলবো। দলে যারা সক্রিয় কর্মী তাদের অনেক মান অভিমান থাকতেই পারে এটাই বাস্তব। দলে যদি কোন নিষ্ক্রিয় কর্মী থাকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।অন্যদিকে যদিও সম্পূর্ণ ঘটনাকে ঘিরে কটাক্ষ করেছে এলাকার তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান। তিনি জানান বিজেপির সর্বভারতীয় জেলা নেতা ছিলেন তারা আস্তে আস্তে সবাই তৃণমূলের দিকে চলে আসছেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *