পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধৎ দুর্নীতির অভিযোগ করিল, অস্বীকার অভিযুক্ত ব্যক্তির
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগ উঠিল মাথাভাঙা ১ নাম্বার ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসকদলের পঞ্চায়েত সমিতির সদস্যা নুরবানু বেগম আর উমার সোয়ামি আব্দুল মজিদ হোসেনের বিরুদ্ধৎ। এই ঢকে বিস্ফোরক অভিযোগ করিছে খোদ গ্রাম পঞ্চায়েত সদস্য জুলজেলাল মিয়া।জানা গেইছে,কুর্শামারি গ্রাম পঞ্চায়েত জাগার ৫/১০৩ বুথে সাইবাড়ি এলাকায় বাম আমলত এলাকাবাসীর সুবিদার্থে একটা মার্ট টু চাঁপাকল বসাইছে সেটা মেলা দিন ধরি সংস্কারের অভাবত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।পঞ্চায়েত সদস্যের অভিযোগ পঞ্চায়েত সমিতির সদস্যা আর উমার সোয়ামি সেই চাঁপাকলটা সেটে থাকি তুলি বিডিও দপ্তরে জমা দেওয়ার কথা কইলেও বিক্রি করি দিছে।পঞ্চায়েত সমিতির সদস্যার সোয়ামি আব্দুল মজিদ কন, উমার বিরুদ্ধৎ করা অভিযোগ ভিত্তিহীন।এ ঘটনার বিষয়ে কিছুই জানে না হামাক উদ্দ্যেশপ্রণোদিত ভাবে হামার বদনাম করা হৈছে।এ বিষয়ে মাথাভাঙা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা কন,এ বিষয়ে একটা অভিযোগ জমা পড়িছে বিষয়টি খতিয়ে দেখা হৈবে।