পথ দুর্ঘটনা’ত মরণ হইল এক পথচারীর, পরিচয় জানা যায় নাই এলাও

নিজ খবরিয়া; শিলিগুড়ি; ০৭ ফেব্রুয়ারি:-

পথ দুর্ঘটনা’ত মরণ হইল এক পথচারীর। রবিবার রাতিত ঘটনাটা ঘটে শিলিগুড়ি সাহুডাঙ্গী সংলগ্ন ঠাকুরনগর এলাকাত। তবে কী কারণে দুর্ঘটনাটা ঘটে সেইটার আসল কারণ জানা যায় নাই এলাও। হামার চ্যানেলের সাংবাদিক ববিতা রায় বাড়ি যাওয়ার সময় এই মানষিটাক রাস্তার ধারত রক্তাক্ত অবস্থায় পড়ি থাকিবার দেখে। তারপর দুইজন বাইক আরোহীক থামায়, অমা সগায় মিলিয়া তাড়াতাড়ি পুলিশ আর অ্যাম্বুলেন্সক খবর দেয়। সেই সময় আহত মানষিটার অবস্থা গুরুতর হয়া পরে। এই পাখে কয়েকজন মানষি দুর্ঘটনা থানত জমা হয়। তার মইধ্যেও দেখা যায় এক অইন্য নাখান ছবি, রাস্তা দিয়া যাওয়া আইসা করা কিছু মানষিলাক সাহায্য করিবার কইলেও না দেখার ভান করিয়া রাস্তার পাশ দিয়া চলি যায়। খবর দেওয়ার পরেও অ্যাম্বুলেস অনেক দেরি করে। কিছুক্ষণ বাদে পুলিশের ভ্যান আইসে। অ্যাম্বুলেস না আইসার কারণে আর আহত মানষিটার অবস্থা গুরুতর হওয়ায় পুলিশের ভ্যানত করি মানষিটাক নিয়া যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালত। হাসপাতাল’ত নিয়া গেইলে কর্তব্যরত চিকিৎসক অমাক মৃত বুলি ঘোষণা করে। সোমবার ময়না তদন্ত হবে বুলি হাসপাতাল সূত্রে জানা যায়।

অইন্যপাখে, সোমবার সাকালে এনজেপি পুলিশের পাখ থাকি ডাবগ্রাম ঠাকুর নগর এলাকাত তল্লাশি চালানো হয়। কিন্তু দুর্ঘটনাত মারা যাওয়া মানষিটার কুনো পরিচয় জানা যায় নাই। আর কী কারণে এই দুর্ঘটনাটা ঘটিছে সেইটার তদন্ত শুরু করিছে এনজেপি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *