পথ দুর্ঘটনায় আহত এক সিভিক ভলেন্টিয়ার
ময়নাগুড়ি: বাস ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক সিভিক ভলেন্টিয়ার। ময়নাগুড়ি থানার অন্তর্গত ভোটপাট্টি ফাঁড়িতে কর্মরত কৌশিক রায়। তার বাড়ি ময়নাগুড়ি থানার অন্তগত ধর্মপুর গ্রামে। রবিবার সকালে শিলিগুড়িতে কনস্টেবল পরীক্ষা দিতে গিয়েছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ময়নাগুড়ি রোড ফ্লাইওভারের নিচে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ময়নাগুড়ি দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই বাস জলপাইগুড়ি দিকে যাচ্ছিলেন দ্রুত গতিতে অপরদিকে জলপাইগুড়ি হয়ে ময়নাগুড়ি রোড ফ্লাইওভারের নিচের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে সেই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে যায়। আর পুরো ঘটনায় তদন্ত শুরু করেন।
